জনপ্রিয়তার ঠেলায় ‘ভুল’টাই এখন ‘ঠিক’
■কাজলকান্তি কর্মকার [সাংবাদিক, ‘বর্তমান’ পত্রিকা ♦MWT: 9933066200]: মানুষ
অভ্যেসের দাস। তাই অভ্যেস এমন একটা ব্যাপার, আপনি যা অভ্যেস করবেন সেটাই রপ্ত হয়ে যাবে। সেটা যদি ভুলও হয়। পরিচিতদের মধ্যে যদি কারোর নাম বিষ্ণু বা কৃষ্ণ থাকে তিনি জীবনে খুব কম সংখ্যক বারের জন্যই নিজের নামের সঠিক উচ্চারণটা অন্যের কাছ থেকে শোনার সুযোগ পেয়ে থাকেন। তাঁদের অনিচ্ছা সত্ত্বেও ‘বিষ্টু’ বা ‘কিষ্ট’কেই মেনে নিতে হয়। ভোটার কার্ড, রেশন কার্ড বা আধারকার্ড সহ কিছু নথি ছাড়া তাঁরা বাবা-মায়ের দেওয়া নামটি সঠিকভাবে দেখার সুযোগ পান না। তেমনই আমাদেরকে আসেপাশে অনেক জিনিস আছে সেগুলোকে আমরা যে নামে ডাকি তার আসল নাম সেটাই নয়, আমরা অনেকেই সেই জিনিসটির আসল নামটাই জানি না। এই প্রতিবেদনে সেই রকম কয়েকটা বিখ্যাত জিনিসের সম্বন্ধে আলোচনা করছি। 1😳জেরক্স: আমরা যেটাকে জেরক্স মেশিন বলি সেটা কিন্তু আদপেও জেরক্স মেশিন নয়। ওটা ফটোকপি মেশিন। বিজ্ঞান সম্মত নাম জেরোগ্রাফিক মেশিন যেটাকে Electrophotographyও বলা হয় (Xerography মানে শুষ্ক-প্রতিরূপায়ণ। সিক্ত কোনও কিছু ব্যবহার না করে প্রতিলিপি তৈরি করার বিশেষ বৈদ্যুতিন প্রক্রিয়া)। আমেরিকান কোম্পানি Xerox Holdings Corporation নামে একটি কোম্পানি জেরোগ্রাফিক মেশিনটিকে বাজারে এনে জনপ্রিয় করেছিল। তাই সেই থেকে ওই ভাবে ফটোকপি করাটাকে জেরক্স বলি। ‘আবেদন পত্রের সঙ্গে আধারের দু’কপি জেরক্স দিতে হবে’ এটা না বলে, ‘আবেদন পত্রের সঙ্গে আধারের দুটি ফটো কপি দিতে হবে’ —এটা বলাটাই বেশি ঠিক। প্রচারের জোরে জেরক্স শব্দটি কিন্তু অভিধানে স্থান করে নিয়েছে। যার অর্থ কপিয়ার। 2😳টুলু পাম্প: টুলু একটি কোম্পানির নাম[Tullu Manufacturers Pvt. Ltd. Varanasi, Uttar Pradesh-221001] ওদের হাত ধরেই বাড়ির ছাদে বা বাগানে জল দেওয়ার ছোট ও বহনযোগ্য মিনি পাম্পটি বাজারে জনপ্রিয়তা লাভ করেছিল। ওই কোম্পানি ছোট পাম্প ছাড়াও বিভিন্ন ধরনের পাখা, সেলাই মেশিনের মোটর, সাধারণ মোটর তৈরি করে। আমরা টুলু পাম্প বলতে যা বুঝি সেটার প্রকৃত নাম মিনি পাম্প। কিন্তু আপনি দোকানদারকে গিয়ে টুলু পাম্প নেবেন বললেই দোকানদার বিভিন্ন কোম্পানির ছোট পাম্প বার করে দেখাতে শুরু করে দেবেন। হয়তো দেখবেন, ওই টুলু কোম্পানির মিনি পাম্পটি তাঁর দোকানে রাখাই নেই। 3😳জেসিবি: রাস্তা সংস্কার সহ বিভিন্ন কাজে হলুদ রঙের ডাইনোসর আকৃতির বা হাতির শুঁড়ের মতো যে মেশিনটিকে দেখতে পাই সেটাকে আমরা সবাই জেসিবি বলি। বাস্তবে কিন্তু মেশিনটার নাম জেসিবি নয়। ওই ধরনের মেশিনকে Excavator বা Payloader বলা হয়। ওই ধরনের মেশিনটিও ব্রিটিশ কোম্পানি Joseph Cyril Bamford Excavators Ltd-এর হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিল। যেহেতু কোম্পানিটির নাম Joseph Cyril Bamford ছিল কোম্পানির নামের প্রথম তিনটি শব্দের আদ্যক্ষর নিয়ে ‘JCB’ শব্দটি ট্রেড নেম থেকে মেশিনের নাম হিসেবে পরিচিত হয়ে গিয়েছে। যে কোম্পানিরই এক্সক্যাভেটর ব্যবহার করা হোক না কেন, আমরা সবাই তাকে জেসিবিই বলি। পত্র-পত্রিকা, ইঞ্জিনিয়ার, সরকারি প্রতিষ্ঠান সকলেই। ওই কোম্পানির এতোটাই সৌভাগ্য অক্সফোর্ড ডিকশেনারিতেও JCB শব্দটি অর্থ এক্সক্যাভেটর বা খনন যন্ত্র লেখা রয়েছে। [The word "JCB" is often used colloquially as a generic description for mechanical diggers and excavators and now appears in the Oxford English Dictionary, although it is still held as a trademark] 4😳মিল্কমেড: গরু, মহিষের দুধকে মেরে ঘন করে সংরক্ষণকর(Preservative) বস্তু দিয়ে সেটিকে কৌটায় করে বাজারে বিক্রি করা হয়। যেটাকে আমরা ‘মিল্কমেড’ বলতেই অভ্যস্থ। নেসলে কোম্পানি প্রথম ওই ধরনের Condensed Milk বার করেছিল ‘মিল্ক মেড’ নাম দিয়ে। কিছু দিন পরে একই জিনিস আমূল কোম্পানি ‘মিঠাই মেড’ নামে বার করেছে। ওটাও আসলে Condensed Milk. কিন্তু দুর্ভাগ্য, দোকানদারদের আমূল কোম্পানির মিঠাইমেডকেও ‘মিল্কমেড’ বলেই বিক্রি করতে হয়। বহু চ্যানেলেও রান্নার রেসিপিতে যে কোনও কোম্পানির Condensed Milk-কে ‘মিল্কমেড’ বলেই চালিয়ে দেওয়া হয়। আপনারা দোকানে গিয়ে যদি বলেন, Condensed Milk চাই দোকানদার সাফ জানিয়ে দেবেন, ওসব পাওয়া যায় না। যদি বলেন, মিল্ক মেড আছে? তাঁরা হাসতে হাসতে বলবেন, আছে, আমূলেরও আছে, নেসলেরও আছে। 5😳ডালডা: লুচি, সিঙাড়া ভাজা সহ রান্নার কাজে এক ধরনের উদ্ভিজ তেল ব্যবহার করা হয়। ওই ভেজিটেবল অয়েল বা উদ্ভিজ্জ তেল (পাম, সয়াবিন) যান্ত্রিক প্রক্রিয়ায় পারশিয়ালি হাইড্রোজেনশন করা হলে তরল অবস্থা থেকে মাখনের মতো অর্ধকঠিন মারজারিন বা কঠিন বনস্পতি ঘি উৎপন্ন হয়। এটাকে বনস্পতি বলা হয়। হিন্দুস্থান ইউনিলিভার কোম্পানির ডালডা নাম দিয়ে বনস্পতি বাজারে বের করেছে। এছাড়াও আরও অন্যান্য কোম্পানি এই বনস্পতি বার করেছে। কিন্তু সেগুলিকেও আমরা ডালডা বলে থাকি। 6😳এছাড়াও অনেকে যে কোনও টুথপেস্টকে কোলগেট বলেন। প্রত্যন্ত গ্রামে মানুষ শীতকালে মুখে মাখার যে কোনও ক্রিমকেই বোরোলিনই মনে করেন। যে কোনও ডিটারজেন্ট পাওডারকে ‘সার্ফ’, গোল বিস্কুট মানেই ব্রিটানিয়া। ঠাণ্ডা পানীয় (ColdDrinks)মানেই ‘থাম্পসআপ’। জীবন বিমা মানেই ‘এলআইসিআই’, লুব্রিক্যান্ট মানেই ‘মবিল’। আর ইমেল মানেই যে জিমেল নয়— এই ধারণাও আমাদের শিক্ষিতদের মধ্যেও অনেকের কাটেনি। #Kajalkanti_Karmakar #Karmakar #Reporter #কাজলকান্তি_কর্মকার #কর্মকার #Ghatal #JCB #MilkMaid #TulluPump #Xerox #Copier #news💬কাজলকান্তি কর্মকার || রাজ্যের প্রথম শ্রেণির একটি বাংলা দৈনিক পত্রিকার সাংবাদিক
ঘাটাল || পশ্চিম মেদিনীপুর
MWT: 9933066200
eMail: ghatal1947@gmail.com
www.myghatal.com
www.myghatal.com